নিজস্ব সংবাদদাতা, মানবাজার:আজ মানবাজার ১ নং ব্লকের ধানাড়া অঞ্চলের অন্তর্গত উদয়পুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী কে ১টি করে খাতা, কলম ও কেক দেওয়া হল। আজ সোমবার উদয়পুর প্রাথমিক স্কুলে ৮৬ জন ছাত্রছাত্রী কে দেওয়া হয়। মুলত যাতে করে কচিকাচারা স্কুল মুখী হয় এজন্য অভিনব উদ্যোগ।
এদিন শিক্ষক মহাশয়রা বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী বই বিতরন করেন। উদয়পুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গনের সহযোগিতায় আজকের বিতরণ কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এদিন উপস্থিত ছিলেন উদয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক -বিশ্বরূপ মন্ডল, দয়াময় সিং সর্দার, শিক্ষিকা সুমনা দত্ত, এছাড়াও উপস্থিত ছিলেন ধানাড়া অঞ্চলের প্রধান মহাশয়া বালিকা কিস্কু, এছাড়া ক্লাবের সভাপতি দেবদত্ত বাউরী, সম্পাদক সামন্ত কিস্কু , সদস্য কাজল বাউরী, বিশাল বাউরী, অমিত কিস্কু, মিঠুন বাউরী ও গ্রামের অভিভাবক গন।