বাঘমুণ্ডি থেকে মাদলা যাওয়ার রাস্তায় খানাখন্দে পরিপূর্ন,সংস্কারের দাবি এলাকাবাসীর

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- রাস্তায় খানা খন্দ পরিপূর্ণ। এইভাবেই সেই রাস্তা দিয়ে পারাপার হতে হচ্ছে বাঘমুন্ডির বিভিন্ন গ্রামের মানুষকে। দীর্ঘ বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার বিভিন্ন প্রশাসনিক স্তর সহ নেতা নেত্রীদের জানিয়েও সুরাহা মেলেনি। এমনই ছবি ধরা পড়েছে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা মোড় থেকে মাদলা গ্রাম যাওয়ার রাস্তায়। জানা গিয়েছে, অযোধ্যা মোড় থেকে মাদলা গ্রাম যাওয়ার রাস্তায় ১.২ কি.মি অর্থাৎ আমবাগান পর্যন্ত খানা খন্দে পূর্ণ বেহাল রাস্তাটি রয়েছে। এই রাস্তা দিয়ে মাদলা, শ্রাবন্ডি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে। নিত্যদিন পথ দুর্ঘটনা লেগেই আছে এই বেহাল রাস্তাতে। এই রাস্তা দিয়েই পারাপার হন সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও। ক্ষোভ জেগেছে এলাকাবাসীর মনে। স্থানীয়রা জানান, দীর্ঘ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অযোধ্যা মোড় দিয়ে এই রাস্তাটি ঢুকছে মাদলা গ্রামে। ১.২ কি.মি আমবাগান পর্যন্ত রাস্তাটি বেহাল রয়েছে। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে সব জায়গায় জানানো হলেও আজ পর্যন্ত কেউ তাকাতেও আসেনি এখানে। এই রাস্তা দিয়ে ছেলে মেয়েরা স্কুল, টিউশন যাচ্ছে তারা নিত্যদিন দুর্ঘটনার স্বীকারও হচ্ছে। এছাড়াও আরও তাদের দাবী যে রাস্তাটি নতুন ভাবে নির্মাণ করতে হবে এবং রাস্তাটি আরও চওড়া করে তুলতে হবে। কবে হবে এই রাস্তা চিন্তিত গ্রামবাসীরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.