দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- সারা দেশ জুড়ে মর্যাদার সাথে পালিত হচ্ছে মহান দেশ প্রেমিক,ভারত মাতার সুযোগ্য সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্ম জয়ন্তী উদযাপন।
সোমবার,সকাল ১০টা নাগাদ পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বাগতি সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম জয়ন্তী উদযাপন হল যথারীতি মর্যাদার সাথে তৃণমুল কংগ্রেসের বাগতি সংসদের পক্ষ থেকে।
জানা গিয়েছে,তৃণমুল কংগ্রেসের বাগতি বুথ কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়।
এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন।এবং পরে নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে ফুল পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে জন্ম জয়ন্তী উদযাপন করেন।
জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমুল কংগ্রেসের রাজ্য মহিলা সম্পাদিকা তথা জেলা পরিষদের অচিরা চরিত্র বিদ্যুৎ ক্ষুদ্র শিল্প কর্মধাক্ষ্যা নমিতা সিং মুড়া।
এদিন এই কর্মসূচিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শকে ছড়িয়ে দেওয়া বার্তা দেন।
পাশপাশি বক্তব্য রাখতে গিয়ে একাধিক তৃণমুল কংগ্রেসের নেতৃত্বরা,নেতাজী সুভাষচন্দ্র বসুর বীরতার কোথা তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত,ব্লক যুব সহ সভাপতি ধীরেন চন্দ্র গরাই, বাগতি যুব বুথ সভাপতি যুধিষ্ঠির সিং মুড়া সহ বুথের সকল কর্মী সমর্থকরা।