হাম ও রুবেলা টিকাকরণের শুভ সূচনা বাঘমুন্ডিতে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- হাম ও রুবেলা টিকাকরণের শুভ সূচনা হলো সোমবার। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে হাম ও রুবেলা টিকা করণের প্রচার শুরু হয়েছিলো সারা রাজ্য জুড়ে। আজ তার শুভ সূচনা হলো। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি হাই স্কুলে এদিন আনুষ্ঠানিক ভাবে হাম ও রুবেলা টিকা করণের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন ঝালদা মহকুমা শাসক ঋতম ঝা, বাঘমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ, বাঘমুন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারীক সুকুমার সরেন, বাঘমুন্ডি থানার এসআই স্নেহাশিস মণ্ডল, স্কুলেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খানসহ অন্যান্য বিশিষ্টজন ও স্কুল কতৃপক্ষ। শুভ সূচনার পরেই স্কুলের ১৫ বছর বয়শ পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন প্রদান করা হয়। মহকুমা শাসক ঋতম ঝা বলেন, বাঘমুন্ডি হাই স্কুলের পাশাপাশি জেলার সব স্কুলগুলিতেই হাম ও রুবেলা টিকাকরণের শুভ সূচনা হয়েছে। ৯ বছর থেকে ১৫ বছর বয়শীদের টিকাকরণ জরুরি তাই সকল অভিবাবকদের অনুরোধ করবো যেনো তাদের ছেলে মেয়েদের সঠিক সময়ে টিকা গ্রহণ করতে স্কুলে পাঠায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.