The village রেস্টুরেন্ট উদ্বোধন হলো অযোধ্যা পাহাড়ের কুশলপল্লীতে।

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- The village রেস্টুরেন্ট উদ্বোধন হলো অযোধ্যা পাহাড়ের কুশলপল্লীতে। উদ্বোধন করেন বাঘমুণ্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো। পুরুলিয়ার একটি নামি হোটেল হলো অযোধ্যা পাহাড়ের কুশলপল্লী। নামি এই হোটেলে আগেও রেস্টুরেন্ট ছিলো তবে আজকে যে রেস্টুরেন্টের উদ্বোধন হয় সেটা এক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট। গ্রাম বাংলার পুরোনো ঐতিহ্য দিয়ে মোড়া, সাজানো রয়েছে বহু পুরোনো দিনের গ্রাম্য পরিবেশের ছবি। বসার জন্য রয়েছে আসন রয়েছে নিচে থালা বাটি ঠিক এমনই বিভিন্ন ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্টকে। যার নাম রাখা হয়েছে The village। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে কুশলপল্লী তে উদ্বোধন হলো রেস্টুরেন্টের। পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নৃত্য ও পাতা নাচের মধ্য দিয়ে বিধায়ক সুশান্ত মাহাতো শুভ উদ্বোধন করেন। বিধায়ক বলেন, বিখ্যাত হোটেল কুশলপল্লীতে যে রেস্টুরেন্টটি তারা তৈরী করেছেন তা তুলনা করা যায়না। গ্রাম বাংলার ঐতিহ্যকে বজায় রেখে এই রেস্টুরেন্ট হয়েছে। পর্যটকদের খুবই পছন্দ লাগবে। পাশাপাশি এলাকার বেকার যুবক যুবতীরা এখানে রোজগারের বড়ো ভরসা হয়ে দাঁড়ালো। কুশলপল্লীর কতৃপক্ষ জানালেন, পুরুলিয়ায় আগত পর্যটকদের আকৃষ্ট করতে এই রেস্টুরেন্ট নতুন করে গড়ে তোলা হয়েছে। আজ থেকে তা শুরু হলো। এলাকার বেকার ছেলে মেয়েরা এখানে আগেও কাজ পেয়েছে এবং এই রেস্টুরেন্ট হওয়ার পর আরও কাজে যুক্ত হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.