আবাস যোজনা থেকে নাম বাতিল হওয়ায় গ্রাম পঞ্চায়েত অফিসে তালা

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- প্রধান মন্ত্রী আবাস যোজনা তালিকা থেকে যোগ্য ব্যাক্তির নাম বাতিল হওয়ায় গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকার সাধারণ মানুষজন।

ঘটনাটি,মঙ্গলবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সেরেংডি গ্রাম পঞ্চায়েত অফিসের।

জানা গিয়েছে,মঙ্গলবার সেরেংডি অঞ্চলের পড়সা, সেরেংডি ও নিধিয়াটার গ্রামের সাধারণ মানুষ গ্রাম পঞ্চায়েত অফিসে এসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।

ঘটনার খবর পেয়ে ঘটনার পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ।

বিক্ষোভকারীদের জানান,আমাদের প্রধান মন্ত্রী আবাস প্লাস যোজনা তালিকা থেকে নাম থাকা সত্বেও নাম কাটা হল কেন ? নাম কে কেটেছে তা না জানা পর্যন্ত আমরা তালা লাগিয়ে রাখবো।
না হলেই সবারই হবে নাহলে কারওরই নয় বলে হুশিয়ারি দেন।

পাশপাশি তারা গ্রাম পঞ্চায়েত অফিসে থাকা সরকারি কর্মচারীদের তালা লাগিয়ে দেয়।

সূত্র মারফৎ জানা গেছে,গ্রাম পঞ্চায়েত অফিসে গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপ প্রধান ছাড়া অফিসের সকল কর্মচারীরা উপস্তিত ছিলেন।

প্রায় তিন ঘন্টা পর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর আশ্বাসে বিক্ষোভ তথা লাগিয়ে রাখা তালা খুলে দেওয়া হয়।

ওই অঞ্চলের তৃণমুল কংগ্রেসের যুব সভাপতি গৌতম গরাই জানান,যারা যোগ্য ব্যাক্তি তারা যেন সবাই পায়।এছাড়া সংবাদ মাধ্যমে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে আহ্বান জানান যাতে তারা পায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.