দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- পুরুলিয়ার বাঘমুন্ডি বনাঞ্চলের বিট অফিস থেকে একটি পুরাতন চন্দন গাছ চুরি হয় গত ১৩ ই অক্টোবর।
পুরো ঘটনা কিভাবে ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করে বাঘমুন্ডি থানার পুলিশ।
সেই চুরির ঘটনার কিনারা করতে চার অভিযুক্তকে গ্রেফতার করে বাঘমুন্ডি থানার পুলিশ।গত মঙ্গলবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ শুরু করে বাঘমুন্ডি থানার পুলিশ।