দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার তালিকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম বাতিল হওয়ায় বাঘমুন্ডি ব্লকের মাঠা গ্রাম পঞ্চায়েতের সামনে এলাকার সাধারণ মানুষ বাঘমুন্ডি -বলরামপুর জাতীয় সড়কে পথ অবরোধ করেন।
পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের মাঠা গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর ১২টা নাগাদ।
জানা গিয়েছে,বাঘমুন্ডি বলরামপুর জাতীয় সড়কের উপর আবাস যোজনায় একাধিক দুর্নীতি নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
এই খবর পেয়ে ঘটনার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ।
একাংশ বিক্ষোভকারীরা জানান, প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা তালিকাতে অনেক দুর্নীতি হয়েছে।এছাড়া যোগ্য ব্যাক্তি দের নাম থাকা সত্ত্বেও কাটা হলো কেনো? সমষ্টি উন্নয়ন আধিকারিক না আসা পর্যন্ত এই পথ অবরোধ চলতে থাকবে বলে দাবি।
এই অবরোধ ফলে রাস্তার দুদিকে ছোট গাড়ি থেকে শুরু করে সমস্ত গাড়ি পারাপার একেবারে ব্যাহত হয়।বিশেষ করে সমস্যায় পড়েন পথ যাত্রীরা ছাড়াও অযোধ্যা বেড়াতে আসা পর্যটকরা।
অবশেষে প্রায় তিন ঘন্টা পর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ সরজমিনে গিয়ে বিক্ষোভকারীদের সাথে দীর্ঘক্ষণ কোথা বলার পরেও পথ অবরোধ উঠে না।