নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো সাংবাদিক

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি :- নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো সাংবাদিক। গত মাসের ১৯ শে নভেম্বর পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানার বাঘমুণ্ডি বাজারের বছর সাঁইত্রিশ এর বাসিন্দা দীপক মুখার্জী বাড়ি থেকে তিরুপতি যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। বাড়ির সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে দুশ্চিন্তায় পড়ে সেই পরিবার, পরে বাঘমুন্ডি থানায় নিখোঁজ ডায়েরি করেন তারা। তারপরও দীপকের কোনো খোঁজ মেলেনি। অবশেষে শুক্রবার ৯ ডিসেম্বর বাঁকুড়া রেলওয়ে স্টেশনে সেই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে পুরুলিয়ার বলরামপুরের এক সাংবাদিক। সাংবাদিক সেই ব্যক্তির নাম পরিচয় জিজ্ঞাসাবাদ করলে দীপক তার পরিচয় দেয়। তারপর সাংবাদিক সুজিত কুন্ডু দীপকের বাড়ির ফোনে যোগাযোগ করেন এবং তাকে ট্রেনে করে বরাভূম স্টেশনে পৌঁছায়। দীপকের পরিবারের লোক বরাভূম স্টেশনে রাতে পৌঁছালে সাংবাদিক সুজিত কুন্ডু ও স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় দীপককে বাড়ির লোকের হাতে তুলে দেন। সাংবাদিককে ধন্যবাদ জানিয়েছেন সেই পরিবার। দীপকের কাকা নিত্যানন্দ মুখার্জী জানান, দীপকের নিখোঁজের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিলো। ঠিক তার কয়েকদিন পরেই আমাদের দীপককে খুঁজে পেয়েছে সাংবাদিক। সাংবাদিকরা শুধু ছবি তুলে ধরেনা, তারা মানুষের পাশে থাকে এবং দেশের একজন সমাজসেবী হিসেবে কাজ করে। তার প্রমান আজকেও পাওয়া গেলো। এবিষয়ে সাংবাদিক ও সমাজকর্মী সুজিত কুন্ডু জানান, স্থানীয় ফেসবুক পোর্টাল চ্যানেলে এই যুবকটির হারিয়ে যাওয়ার কথা জানতে পারি।শুক্রবার বিকেলে বাঁকুড়া স্টেশনে ঘোরাঘুরি করতে দেখি। তখনই আমি ওকে ট্রেনে চাপিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিই।দিপক কে ফিরে পেয়ে ওর মা বাবা পরিবার সকলেই খুশি, তাই আমিও খুবই আনন্দিত একজন হারিয়ে যাওয়া পুত্রকে তার পরিবারের হাতে তুলে দিয়ে। সাংবাদিকের এই কাজের জন্য এলাকাবাসী ও বাঘমুণ্ডি থানার পুলিশ খুবই প্রশংসা করেছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.