বাঘমুন্ডি:- পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত বাঘমুন্ডি বলরামপুর জাতীয় সড়কের উপর মাঠা ডিগারডি সিআরপিএফ ক্যাম্পের সামনে থাকা একটি ছোট্ট জলের স্রোত বয়ে যাওয়া একটি পুলের সামনে ব্যবহৃত ওষুধ জলের মধ্য ফেলে থাকায় আতঙ্কে একাধিক গ্রামবাসীরা।
জানা গেছে রবিবার,মাঠা অঞ্চলের ধনুডি,আমটার,বাঁশিটার,বান্ধুডি, ডিগারডি এই গ্রামের একাধিক মানুষজন জঙ্গলে গরু ছাগল নিয়ে যায়।এবং জল পিপাসা হলে গরু ছাগল থেকে শুরু করে সাধারণ মানুষজন জল পান করে।
গ্রামবাসীদের একটাই প্রশ্ন যে এই জল আমরা সকলেই ব্যবহার করি। কিন্তু এই জল বিষক্রিয়া হয়ে গেলে এই কয়েকটি গ্রামের মানুষজনের অনেক ক্ষয়ক্ষতি হবে।তার দায়িত্ব কে নেবে ?তাই আমরা সংবাদ মাধ্যমে একটাই অনুরোধ যাতে এই ব্যবহৃত ওষুধপত্র যা ফেলা হয়েছে তা প্রশাসন সঠিক তদন্ত করে নির্দিষ্ট জায়গায় ফেলার ব্যবস্থা করে।