আটনা গ্রামের বেশ কয়েকটি বাড়িতে চুরি

বাঘমুন্ডি:- বেশ কয়েকটি বাড়িতে চুরি করার চক বানচাল চোরদের।
থানা অদূরে দুঃসাহসিক চুরি করার চেষ্টা, চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।ঘটনাটি ঘটে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত সুইসা ফাঁড়ির আটনা গ্রামে।

ঘটনা প্রসঙ্গে বাড়ির সদস্য শ্রীপদ মাহাতো জানান, গভীর রাত্রে গৃহস্থের বাড়ি প্রবেশ করে চুরি করার চেষ্টা করে।কিন্তু বাড়ীতে কিছু না থাকায় বাড়ির সমস্ত সামগ্রী তছনছ করেছে।একই সাথে বাড়ির ভেতরে দুটি আলমারি ও একটি ট্যাংকার ভাঙ্গা,তার দাবি সেই আলমারি বাক্সতে  ছিল শুধু কাপড়।তা চোরের দল চুরি করতে পারে না।

একি সাথে তারা গ্রামের একজন এস.পি.ও, চিকিৎসক সহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও তালা ভেঙ্গে ফেলে।
এবং বাহিরে থেকে লাগিয়ে দেয়।এছাড়া তারা বেশ কয়েকটি বাড়িতে হানা দিলেও কোন কিছু চুরি করতে পারে নাই চোরেরা।

এদিনের এই চুরির ঘটনার খবর বাঘমুন্ডি থানার অধীনে সুইসা ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হলে,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে।থানার অদূরে এভাবে চুরির ঘটনায় হতচকিত এলাকার বাসিন্দারা।ওই পরিবারের সদস্যরা তথা গ্রামবাসীরা এই চুরির কিনারা করে চোরদের ধরার জন্য আবেদন করেন পুলিশের কাছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.