কালি পূজাকে সামনে রেখে পূজো কমিটির বৈঠক সুইসা ফাঁড়িতে

বাঘমুন্ডি:- প্রতি বছরের মত এই বছরও ধুমধাম করে পালিত হতে চলছে তিলকডি "ত্রিবেণী কালি মন্দির" সুইসা ফাঁড়ি এলাকাধীন জনসাধারণ দ্বারা পরিচালিত কালি পূজা।


বলা যায় এই কালি পূজা হচ্ছে বাঘমুন্ডি ব্লকের সুইসা ফাঁড়ি এলাকাধীন জনসাধারণ দ্বারা পরিচালিত।


পাশাপাশি বৈঠক শুরুতে কমিটির প্রয়াত ভোলা সিং মুড়ার এক মিনিট নীরবতা পালন করেন।


শুক্রবার,তাই তার আগেই তুন্তুরী সুইসা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পূজো কমিটিতে থাকা সকল সদস্যগণকে নিয়ে একটি বৈঠক করা হলো সুইসা ফাঁড়ি চত্বরে।


এই প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি বছরের মত এই বছর আরো বেশি ধুমধাম করে পালিত হবে বাঘমুন্ডি ব্লকের তিলকডি "ত্রিবেণী কালি মন্দির" সুইসা ফাঁড়ি এলাকাধীন জনসাধারণ দ্বারা পরিচালিত কালি পূজা।নানান অনুষ্ঠানের পাশাপাশি অন্ন ভোগের আয়োজন রয়েছে।


এছাড়া এদিন,নতুন করে কমিটি গঠন করা হয়।নব নির্বাচিত সভাপতি হন দেবব্রত মুখার্জি,নব নির্বাচিত সহ-সভাপতি  হন পিন্টু পরামানিক,পুনরায় সম্পাদক নির্বাচিত হন চিত্ত রঞ্জন গোস্বামী,নব নির্বাচিত সহ সম্পাদক হন অশোক রজক।


উপস্তিত ছিলেন সুইসা ফাঁড়ির আই সি সুব্রত সরকার,এস আই সৌরভ কান্তি দাস, এ এস আই আনন্দ মণ্ডল সহ পূজো কমিটির সকল সদস্যগণ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.