মাধ্যমিকের প্রথম দশে ৫৭ জন! কোন স্কুলের কে কত নম্বর স্থানে আছে? রইল মেধাতালিকা

এবার মাধ্যমিকের প্রথম দশে থাকল ৫৭ জন পড়ুয়া। অর্থাৎ মেধাতালিকায় ৫৭ জনের নাম আছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এবার মাধ্যমিকে প্রথম হয়েছে একজন পড়ুয়া। দ্বিতীয় হয়েছে একজন। তৃতীয় হয়েছে তিনজন। চতুর্থ এবং পঞ্চম স্থানে একজন করে আছে। ষষ্ঠ স্থান অধিকার করেছে চারজন। আটজন আছে সপ্তম স্থানে। অষ্টম স্থান অধিকার করেছে চারজন। নবম স্থান অধিকার করেছে ১৬ জন পড়ুয়া। দশম স্থানে আছে ১৮ জন। ২০২৪ সালের মাধ্যমিকে প্রথম দশে কারা কারা আছে, কে কোন পড়ুয়া, দেখে নিন সেই তালিকা।

মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল কে?

চন্দ্রচূড় সেন, রামভোলা হাইস্কুল (কোচবিহার), প্রাপ্ত নম্বর ৬৯৩।

মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হল কে?

সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল, প্রাপ্ত নম্বর ৬৯২।

মাধ্যমিকে তৃতীয় হল কারা কারা?

১) উদয়ন প্রসাদ, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর), প্রাপ্ত নম্বর ৬৯১।

২) পুষ্পিতা বাঁশুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুল (বীরভূম), প্রাপ্ত নম্বর ৬৯১।

৩) নৈঋতরঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর ৬৯১।

আরও পড়ুন: Check Madhyamik Result 2024 Online: ওয়েবসাইটে বেরোল মাধ্যমিকের ফল! এক ক্লিকে এখান থেকেই দেখে নাও নিজের রেজাল্ট

মাধ্যমিকের চতুর্থ স্থানে থাকল কে?

তপজ্যোতি মণ্ডল, কামারপুর রামকৃষ্ণ মিশন মাল্টিপাপাস স্কুল (হুগলি), প্রাপ্ত নম্বর ৬৯০।

মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করল কে?

অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল (পূর্ব বর্ধমান), প্রাপ্ত নম্বর ৬৮৯।

মাধ্যমিকে ষষ্ঠ স্থানে থাকল কারা?

১) কৃশানু সাহা, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর), প্রাপ্ত নম্বর ৬৮৮।

২) মহম্মদ শাহাবুদ্দিন আলি, মোজামপুর হাইস্কুল (মালদা), প্রাপ্ত নম্বর ৬৮৮।

৩) কৌস্তভ সাহু, মেদিনীপুর কলেজিয়েট স্কুল (পশ্চিম মেদিনীপুর), প্রাপ্ত নম্বর ৬৮৮।

৪) অলিভ গায়েন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর ৬৮৮।

মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করল কারা?

১) আসিফ কামাল, মাথাভাঙা হাইস্কুল (কোচবিহার), প্রাপ্ত নম্বর ৬৮৭।

২) আবৃত্তি ঘটক, বালুরঘাট গার্লস হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর), প্রাপ্ত নম্বর ৬৮৭।

৩) অর্পিতা ঘোষ, বালুরঘাট গার্লস হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর), প্রাপ্ত নম্বর ৬৮৭।

৪) সাত্বত দে, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর), প্রাপ্ত নম্বর ৬৮৭।

৫) অরিত্রিক সাউ, সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির (বীরভূম), প্রাপ্ত নম্বর ৬৮৭।

৬) সুপমকুমার রায়, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল (পূর্ব মেদিনীপুর), প্রাপ্ত নম্বর ৬৮৭।

৭) কৌস্তভ মাল, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন (পূর্ব মেদিনীপুর), প্রাপ্ত নম্বর ৬৮৭।

৮) আলেখ্য মাইতি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর ৬৮৭।

মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করল কারা?

১) ইন্দ্রাণী চক্রবর্তী, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল (পূর্ব বর্ধমান), প্রাপ্ত নম্বর ৬৮৬।

২) দেবজ্যোতি ভট্টাচার্য, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৬৮৬।

৩) তনুকা পাল, মেদিনীপুর মিশন গার্লস স্কুল (পশ্চিম মেদিনীপুর), প্রাপ্ত নম্বর ৬৮৬।

৪) হৃদ্ধি মল্লিক, কৃষ্ণনগর কলেজিয়েট, প্রাপ্ত নম্বর ৬৮৬।

মাধ্যমিকে নবম স্থান অধিকার করল কারা?

১) রৌণক ঘোষ, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর), প্রাপ্ত নম্বর ৬৮৫।

২) অস্মিতা চক্রবর্তী, বাউল পরমেশ্বর হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর), প্রাপ্ত নম্বর ৬৮৫।

৩) বিশালচন্দ্র মণ্ডল, মোজামপুর হাইস্কুল (মালদা), প্রাপ্ত নম্বর ৬৮৫।

৪) আমিনুল ইসলাম, মোজামপুর হাইস্কুল (মালদা), প্রাপ্ত নম্বর ৬৮৫।

৫) চন্দ্রদীপ দাস, সাঁইথিয়া টাউন হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৬৮৫।

৬) অরুণিমা চট্টোপাধ্যায়, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল (বাঁকুড়া), প্রাপ্ত নম্বর ৬৮৫।

৭) অন্বেষা ঘোষ, ঝাড়গ্রাম রানি বিনোদিনী মঞ্জরি গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৬৮৫।

৮) ধৃতিমান পাল, মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুল (পশ্চিম মেদিনীপুর), প্রাপ্ত নম্বর ৬৮৫।

৯) সায়ক শাসমল, রামকৃষ্ণ শিক্ষামন্দির (হাইস্কুল) (পূর্ব মেদিনীপুর), প্রাপ্ত নম্বর ৬৮৫।

১০) সাগর জানা, রামকৃষ্ণ শিক্ষামন্দির (হাইস্কুল) (পূর্ব মেদিনীপুর), প্রাপ্ত নম্বর ৬৮৫।

১১) সাগ্নিক ঘটক, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন (পূর্ব মেদিনীপুর), প্রাপ্ত নম্বর ৬৮৫।

১২) জিষ্ণু দাস, চাকদা রামলাল অ্যাকাডেমি, প্রাপ্ত নম্বর ৬৮৫।

১৩) ঋতব্রত নাথ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর ৬৮৫।

১৪) ঋত্বিক দত্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর ৬৮৫।

১৫) সায়নদীপ মান্না, সারদা বিদ্যাপীঠ হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর ৬৮৫।

১৬) অরণ্যদেব বর্মণ, শ্যামপুর হাইস্কুল (হাওড়া), প্রাপ্ত নম্বর ৬৮৫।

মাধ্যমিকে দশম স্থান অধিকার করল কারা কারা?

১) ভৌমি সরকার, রায়গঞ্জ হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৬৮৪।

২) বিশাল মণ্ডল, মোজামপুর হাইস্কুল (মালদা), প্রাপ্ত নম্বর ৬৮৪।

৩) সৌভিক দত্ত, বাঁকুড়া জেলা স্কুল, প্রাপ্ত নম্বর ৬৮৪।

৪) অনীশ কোনার, কাটোয়া কাশীরামদাস ইনস্টিটিউট (পূর্ব বর্ধমান), প্রাপ্ত নম্বর ৬৮৪।

৫) মৌর্য পাল, সুলতানপুর তুলসিদাস বিদ্যামন্দির (পূর্ব বর্ধমান), প্রাপ্ত নম্বর ৬৮৪।

৬) অর্ণব বিশ্বাস,  পারুলডাঙা নসরতপুর হাইস্কুল (পূর্ব বর্ধমান), প্রাপ্ত নম্বর ৬৮৪।

৭) সম্পূর্ণা তাহ, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৬৮৪।

৮) নীলাঙ্কন মণ্ডল, এলিট কো-এডুকেশন স্কুল (হুগলি), প্রাপ্ত নম্বর ৬৮৪।

৯) সৌমিক খাঁ, তালড্যাংরা ফুলমতী হাইস্কুল (বাঁকুড়া), প্রাপ্ত নম্বর ৬৮৪।

১০) সৌমদীপ মণ্ডল, গড় রায়পুর হাইস্কুল (বাঁকুড়া), প্রাপ্ত নম্বর ৬৮৪।

১১) অগ্নিভ পাত্র, মেদিনীপুর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবন (পশ্চিম মেদিনীপুর), প্রাপ্ত নম্বর ৬৮৪।

১২) সম্পদ পারিয়া, কাঁথি মডেল ইনস্টিটিউশন (পূর্ব মেদিনীপুর), প্রাপ্ত নম্বর ৬৮৪।

১৩) ঋতম দাস, কাঁথি মডেল ইনস্টিটিউশন (পূর্ব মেদিনীপুর), প্রাপ্ত নম্বর ৬৮৪।

১৪) শুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর ৬৮৪।

১৫) ইশান বিশ্বাস, সারদা বিদ্যাপীঠ হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর ৬৮৪।

১৬) স্বর্ণালী ঘোষ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন, প্রাপ্ত নম্বর ৬৮৪।

১৭) প্রাঞ্জল গঙ্গোপাধ্যায়, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৬৮৪।

১৮) সোমদত্তা সামন্ত, কমলা গার্লস হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৬৮৪।

 
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.