এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনাটি মানবাজার ১নং ব্লকের বামনী মাঝিহিড়া অঞ্চলের পুরাতনডি গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম কল্পনা মান্ডি। হেমাল মান্ডি সঙ্গে বিয়ে হয় কল্পনার। রবিবার রাত ১০ টা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চরমে ওঠে। সকালে একটি কুল গাছে কল্পনার ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ এসে দেহটি উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে জানান।