যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
0
4/20/2024 11:30:00 AM
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনাটি মানবাজার ১নং ব্লকের গোপালনগর অঞ্চলের জামগড়িয়া গ্রামের। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম সুব্রত মাঝি (২২), পিতা অশ্বিনী মাঝি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার ভোর ৫ টার নাগাদ গ্রামের কয়েকজন স্থানীয় মানুষজন মর্নিং ওয়ার্কের সময় দেখে একটি ডিভিসি বিদ্যুৎ খুঁটিতে সুব্রত'র ঝুলন্ত দেহ। পরবর্তীকালে মানবাজার থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক ওই যুবকটিকে মৃত বলে জানান।
Tags