পাম্প থেকেও নেই! মিলছেনা পানীয় জল, কষ্টে গোটা বাউরীডিহা গ্রাম

অমরেশ দত্ত, পুরুলিয়া: পুরুলিয়া জেলায় জলের সঙ্কট, এর মধ্যে গ্রামের চিত্রটা আরো জটিল। সেই দৃশ্য দেখা গেল পুরুলিয়ার  মানবাজার ১ নং ব্লকের চাঁন্দড়া-পায়রাচালী অঞ্চলের বাউরীডিহা গ্রামে। বিকল হয়ে পড়ে রয়েছে বাউরীডিহা গ্রামের সোলার পাম্প। যার ফলে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে গ্রামবাসীরা। পানীয় জলের জোগান করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বাউরীডিহা গ্রামে বাসিন্দাদের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য গ্রামে একটি সোলার পাম্প বসানো হয়েছিল। কিছুদিন সেই পাম্প ঠিকঠাক ভাবে চলার পর দীর্ঘ ছয় মাস বিকল হয়ে পড়ে রয়েছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া হয়েছে। তবে কবে ঠিক হবে সোলার পাম্প আর মিটবে পানীয় জলের সমস্যা, এই আশায় দিন গুনছে বাউরীডিহা গ্রামের বাসিন্দারা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.