অমরেশ দত্ত, পুরুলিয়া:ঝাড়খণ্ডের রাঁচি মোরাবাদী ময়দানে জনসভা সফল করতে পুরুলিয়া'র বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড় সংলগ্ন হাইস্কুল ময়দানে আয়োজিত হলো এক বিশেষ প্রস্তুতি সভা। মুল দাবি সারনা ধর্মের স্বীকৃতি। মুলত ঝাড়খণ্ডের রাঁচি মোরাবাদী ময়দানে জনসভা সফল করতে আজ রবিবার
পুরুলিয়া আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা।
এদিন মঞ্চ থেকে আদিবাসী সেঙ্গেল অভিযানের রাষ্ট্রীয় অধ্যক্ষ সালখান মুর্মু সকলের কাছে ঝাড়খণ্ডের এই জনসভায় ৮ ই নভেম্বর যোগ দেওয়ার আবেদন জানান। পাশাপাশি তিনি আদিবাসীদের অধিকারের বঞ্চনা নিয়ে সরব হন।
তিনি আরো জানান, তাঁদের ধর্মের নাম ‘সারনা’। সারনার অর্থ শাল গাছ। সারনা ধর্মে যাঁরা বিশ্বাসী, তাঁদের আরাধ্য প্রকৃতি। জল, জঙ্গল, জমিই তাঁদের শক্তির আধার। সিংবোঙ্গা, হিল্লা মারাংবুরুর উপাসক তাঁরা। তাঁদের সবটা ঘিরে প্রকৃতি। তবে নিজেদের সারনা ধর্মাবলম্বী বলে দাবি করলেও হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন, পার্সির মতো তাঁদের সাংবিধানিক কোনও স্বীকৃতি নেই। অর্থাৎ নেই কোনও ‘সারনা ধর্ম কোড’। তাই সারনা ধর্মের স্বীকৃতির দাবিতেই মুলত এই জনসভা ডাকা।