অমরেশ দত্ত,পুরুলিয়া: মানবাজার ১নং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মানবাজার ১নং ব্লকের বিডিও মোনাজ কুমার পাহাড়িকে বিদায়ী সংবর্ধনা জানানো হলো।বৃহস্পতিবার বিকেল ৫ টায় মানবাজার ১নং ব্লকে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন মানবাজার ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি,সহকারী সভাপতি দিলীপ পাত্র,কামতা জাঙ্গীধিরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি মাহাতো সহ বিশিষ্টরা।