অমরেশ দত্ত, পুরুলিয়া:পুজোর মুখে ফের বড়সড় রদবদল রাজ্যের প্রশাসনিক স্তরে।রাজ্যের একাধিক প্রশাসনিক পদ রদবদল করা হল মঙ্গলবার। পুজোর মুখেই একাধিক বিডিওকে স্থানান্তরিত করা হল। পুজোর মুখে এই বদলি নিয়ে শুরু হয়েছে জল্পনা। লোকসভা নির্বাচনের আগে এই বদলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি সরানো হল মানবাজার মহকুমার ৫টি ব্লকের বিডিওদের। মানবাজার ১নং ব্লকের মোনাজ কুমার পাহাড়িকে পরিবর্তে নতুন বিডিও দেবাশীষ ধর। মানবাজার ২নং ব্লকের বিডিও গোলাম গোসল আজমকে উত্তর 24 পরগনার রাজারহাট ব্লকের বিডিও করা হল। মানবাজার ২নং ব্লকের নতুন বিডিও হলেন শঙ্কু বিশ্বাস। বান্দোয়ান ব্লকের বিডিও কাসিফ সাবিরকে দক্ষিণ 24 পরগনার ফলতা ব্লকের বিডিও করা হল। বান্দোয়ান ব্লকের নতুন বিডিও হচ্ছেন রুদ্রাশিস ব্যানার্জি। পুঞ্চা ব্লকের অনিন্দ্য ভট্টাচার্য্য হুগলি হেডকোয়ার্টরের ডিএমডিসির দায়িত্ব পেয়েছেন। পুঞ্চা ব্লকের নতুন বিডিও হচ্ছেন দীপ চ্যাটার্জি। বরাবাজার ব্লকের মাসুদ রেহানকে দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার ব্লকের বিডিও করা হল। বরাবাজার ব্লকের নতুন বিডিও হচ্ছেন ঋদ্ধিবান চ্যাটার্জী।