মহুলবন সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হলো লোকসংস্কৃতি উৎসব ২০২৩

লোকসংস্কৃতি একটি জেলা তথা ঐ অঞ্চলের মানুষের সংস্কৃতি চর্চা কে এগিয়ে নিয়ে যায়৷ পুরুলিয়া সহ সারা বাংলার  লোকসংস্কৃতি সম্পর্কে  জানার কৌতুহল অনেকের৷ এবার সেই কাজে এগিয়ে এলো পুরুলিয়ার একটি সাংস্কৃতিক সংগঠন মহুলবন।  মহুলবন সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে ২৪ শে জুন শনিবার কলকাতার বাংলা একাডেমির জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত হলো লোকসংস্কৃতি উৎসব ২০২৩। এদিনের  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কেশবরঞ্জন, কবি পিনাকি রায় সহ  সারা বাংলার প্রতিটি জেলা থেকে  বিশিষ্ট কবি ও আবৃত্তি শিল্পীরা। মহুলবন সাহিত্য গোষ্ঠীর সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত,  প্রধান সম্পাদক - সুনীল কুমার মোদকরা জানান লোকসংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনাও হয় এদিনের অনুষ্ঠানে। প্রায় ৭০ এর বেশি শিল্পীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে৷ কবি সুনীল কুমার মোদক ও কবি অন্তরা সিংহ রায়ের একটি করে বইও প্রকাশিত হয়৷ মহুলবন পুরুলিয়া জেলার একটি সাহিত্য সংগঠন কলকাতা মহানগরের এমনি একটি আকর্ষণীয় অনুষ্ঠানের উপহায় দিয়ে প্রতিটি মানুষের মন জয় করেছে৷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.