মানবাজার ১ নং ব্লকের হত দরিদ্র ভূমিজ ও শবর পরিবারগুলিকে মশারী বিতরণ

মশা বাহিত বিভিন্ন রোগ সহ  বর্ষার সময় কাঁচা বাড়িতে ও মাটিতে শোয়ার সময় সাপ এবং বিভিন্ন পোকা মাকড়ের দংশন থেকে রক্ষা পেতে  পুরুলিয়া রোটারী ক্লাবের উদ‍্যোগে এবং গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয়ের ব‍্যবস্থাপনায়  মানবাজার ১ নং ব্লকের হত  দরিদ্র ভূমিজ ও শবর পরিবারগুলিকে মশারী বিতরণ করা হল। বিতরণ কর্মসূচিতে বিদ‍্যালয়ের শিক্ষক - শিক্ষিকার সহ গ্রামবাসীরা  উপস্থিত ছিলেন। গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক তথা  জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র পুরুলিয়া রোটারী ক্লাবের সকল কর্মকর্তা ও সদস‍্য - সদস‍্যাদের এ ধরণের মানবিক উদ‍্যোগ গ্রহণ করার জন‍্য ধন‍্যবাদ জানান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.