নিজস্ব সংবাদদাতা,মানবাজার: আজ শনিবার আষাঢ় মাসের এই প্রথম দিনেই গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় ও মানবাজার মহকুমা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে কথা, গান আর কবিতা দিয়ে বর্ষার আগমণি বার্তা নিয়ে আয়োজিত হয়েছিল ' আষাঢ়স্য প্রথম দিবস ' নামাঙ্কিত একটি অনুষ্ঠান। এদিন বিকেল চারটায় মানবাজার রাধামাধব বিদ্যায়তনে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হল। শ্রী সমীর দত্ত, ড. প্রদীপ মণ্ডল, শ্রী প্রদীপ কুমার চন্দ্র, শ্রী জয়ন্ত দত্ত, শ্রী রামকৃষ্ণ নন্দী, শ্রী বলরাম দত্ত, শ্রীমতি প্রিয়াঙ্কা রায়, শ্রীমতি দীপান্বিতা চৌধুরী, শ্রী তারকনাথ রায়, শ্রী প্রদীপ ধবলবাবু, শ্রী সুদীপ মহাপাত্র সহ বহু বিশিষ্ট জন, অভিভাবকবৃন্দ এবং ছাত্র - ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মানবাজার রাধামাধব বিদ্যায়তনে অনুষ্ঠিত হল 'আষাঢ়স্য প্রথম দিবস'
0
6/18/2023 05:09:00 AM
Tags