নিজস্ব সংবাদদাতা, মানবাজার: সামনেই পঞ্চায়েত নির্বাচন৷ তাই সব রাজনৈতিক দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাশাপাশি একই চিত্র দেখা গেল মানবাজার শহরের পাথরমহড়ায়। আজ শুক্রবার মানবাজার পাথরমহড়ায় দেওয়াল লিখন শুরু তৃণমূলের। রাজ্য নির্বাচন কমিশনের তরফে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। ভোটের দিন ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে শাসক দল।
পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই বিশরী অঞ্চল তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন শুরু করল পাথরমহড়া বুথে
0
6/16/2023 10:18:00 PM
Tags