আদিবাসী কুড়মি সমাজের বুথ বৈঠক শুরু হয়েছে গ্রামে গ্রামে। সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে আরও সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে বৈঠকের আয়োজন বলে জানা গিয়েছে। বৈঠকের পাশাপাশি বুথ কমিটিও ঘোষণা হয়েছে।
রবিবার বিকাল বেলায় পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সিন্দরী অঞ্চলের রাংড়াডি গ্রামে আদিবাসী সংগঠনের বুথ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজ বাঘমুন্ডি ব্লক কমিটির সভাপতি সুভাষ মাহাতো, জেলা কমিটির সদস্য আশুতোষ মাহাতো প্রমুখ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এদিনের বৈঠক থেকে থেকে জানা যায়, ব্লকের প্রত্যেক বুথে বুথে কুড়মি সমাজের বৈঠক শুরু হয়েছে। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে এবং সংগঠনকে আরও বাড়ানোর লক্ষ্যে চলছে এই বৈঠক।এছাড়া বৈঠকে রাংড়াডি গ্রামে ৭ জনের কমিটিও ঘোষণা করা হয়েছে।
যারা আগামীদিনে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে চলবে। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অর্থাৎ মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো যে নির্দেশ দেবেন সেই নির্দেশমতো কাজ করবে সংগঠন এটাই মূলত বলা হয়েছে এদিনের বৈঠক থেকে।