অবৈধ বালি পাচার সহ একাধিক দাবি ও অভিযোগ নিয়ে থানায় স্বারকলিপি কমিউনিস্ট পার্টির

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বাঘমুন্ডি এরিয়া সাংগঠনিক কমিটির উদ্যোগে বাঘমুন্ডি থানায় চার দফা দাবী সমূহ নিয়ে প্রতিনিধি ডেপুটেশন দিলো শনিবার সকাল বেলায়।

উপস্থিত ছিলেন বাঘমুন্ডি এরিয়া কমিটির সম্পাদক বাদল চন্দ্র কুমার, সিপিএম এর পুরুলিয়া জেলা কমিটির সদস্য শশাঙ্ক মাঝি ও মালতি সিং বাবু প্রমুখও।

দলের অভিযোগ এই থানা এলাকায় রাতের অন্ধকারে কিছু বেআইনি কাজ চলছে। তারা মনে করছেন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো বড়ো ধরণের অশান্তির সৃষ্টি হতে পারে। এছাড়াও ঝাড়খণ্ড থেকে অবৈধ বালি পাচার বন্ধ করতে হবে। অভিযোগের সঙ্গে তাদের যে চার দফা দাবী গুলির মধ্যে

প্রথমত,পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

দ্বিতীয়ত,সরকারি নিয়ম কানুন মেনে এলাকায় বালি সরবরাহ করার ব্যবস্থা করতে হবে।

তৃতীয়ত,রাস্তা ঘাটে মোটর সাইকেল আটকে অযথা হায়রানি বন্ধ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চতুর্থত,পঞ্চায়েত নির্বাচন চলাকালীন অবর্ধিত সুষ্ঠ নির্বাচনের জন্য পুলিশ প্রশাসনকে সমস্ত বুথে বিশেষভাবে সজাগ থাকতে হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.