দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- আজ বুধবার বেলা বারোটা নাগাদ পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের মাঠা অঞ্চলের মাঠা বনাঞ্চলের পক্ষ থেকে মাঠা এলাকার প্রত্যেকটি গ্রামে মাইকিং করে বন ও বন্য প্রাণীর শিকার রুখতে সচেতনার প্রচার সাঁওতালি নৃত্য ও সাঁওতালি ভাষায় মাইকিং এর মাধ্যমে।
আগামী ৫ ই মে বুদ্ধ পূর্ণিমায় সেই সময় অযোধ্যা পাহাড়ে বন্য প্রাণী শিকার করতে বহু দুর দূরান্ত থেকে শিকারীরা আসেন।তাই এই বন ও বন্য প্রাণী শিকার রুখতে পথে নামলো মাঠা বনাঞ্চল।শিকার উৎসব না পৌঁছানোর আগেই অযোধ্যা পাহাড়ের নিচের সংলগ্ন প্রত্যেকটি গ্রামে গ্রামে সচেতনার প্রচার শুরু করল মাঠা বনাঞ্চল।
মাঠা বনাঞ্চলের পক্ষ থেকে জানা গিয়েছে, এই সচেতনতার প্রচার চালানো হচ্ছে। কারণ বুদ্ধ পূর্ণিমায় বিভিন্ন দিক থেকে বহু শিকারীরা আসেন বন্য প্রাণী শিকার করতে।তাই প্রত্যেকটি গ্রামের সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।যাতে করে কেউ বন ও বন্য প্রাণীর উপর ক্ষতি করতে না দেয় এবং নিজেরাও যেন না করে।উৎসব করুন বন্য প্রাণী শিকার নয়।তাই সাঁওতালি ভাষায় মাইকিং ও সাঁওতালি নৃত্যর মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।এছাড়া হাই কোর্টের রায় অনুযায়ী বন্য প্রাণী হত্যা করা দান্ডনিয় অপরাধ।তাই এই শিকার উৎসবে জঙ্গলের কোন বন্য প্রাণী হত্যা করা যাবেনা।শুধু মাত্র পুজো অর্চনার মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমায় বা শিকার উৎসব পালন করতে হবে।তাই মাইকিং এর মাধ্যমে সচেতনার প্রচার ও পাম্প পেলেট দেওয়া হচ্ছে প্রত্যেকটি গ্রামে।এই প্রচার আগামী ৫ ই মে পর্যন্ত চালানো হবে।
এদিনের এই কর্মসূচিতে উপস্তিত ছিলেন মাঠা বনাঞ্চলের বনকর্মী ও মাঠা বনাঞ্চলের বন কমিটি।