আজ মানবাজার গোবিন্দপুর বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল আঙুরগুচ্ছ ও তরমুজ

পড়ুয়াদের মুখ ভার। তীব্র তাপ প্রবাহের জন‍্য হঠাৎ করেই সপ্তাহ ব‍্যাপী ছুটি ঘোষিত হয়েছে। কিন্তু, আগের তিন দিন বিদ‍্যালয় বন্ধ থাকায় স্বশরীরে শিক্ষক - শিক্ষিকারা বলে আসতে পারেন নি বলে আজ ছুটি শুরুর দিনেও প্রায় সিংহভাগ পড়ুয়াই উপস্থিত হয়েছে। প্রভাতী বিদ‍্যালয় বলে হাজির হয়েছেন সকল শিক্ষক - শিক্ষিকা ও অতিথি শিক্ষকেরা। 
      অগত‍্যা পড়ুয়াদের মন ভালো করতে সকলের হাতে তুলে দেওয়া হল আঙুর গুচ্ছ ও তরমুজ। ফলাহার করে সবজী, ফুল, ফল, ভেষজ ও কন্টক উদ‍্যানে জলসেচ করে বাড়ি ফিরে গেল খুদে বাহিনী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.