পড়ুয়াদের মুখ ভার। তীব্র তাপ প্রবাহের জন্য হঠাৎ করেই সপ্তাহ ব্যাপী ছুটি ঘোষিত হয়েছে। কিন্তু, আগের তিন দিন বিদ্যালয় বন্ধ থাকায় স্বশরীরে শিক্ষক - শিক্ষিকারা বলে আসতে পারেন নি বলে আজ ছুটি শুরুর দিনেও প্রায় সিংহভাগ পড়ুয়াই উপস্থিত হয়েছে। প্রভাতী বিদ্যালয় বলে হাজির হয়েছেন সকল শিক্ষক - শিক্ষিকা ও অতিথি শিক্ষকেরা।
আজ মানবাজার গোবিন্দপুর বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল আঙুরগুচ্ছ ও তরমুজ
0
4/17/2023 08:42:00 PM
Tags