কাঠমান্ডু: কোনও স্পন্সর এগিয়ে আসেনি তার জন্য। সরকার যদি সাহায্য করে তার দিকে তাকিয়ে ছিলেন এই পর্বতারোহী। কাঁটাপুকুরের বাড়িতে রয়েছেন অসুস্থ বাবা। সেই সঙ্গে মা ও বোনকে নিয়ে চারজনের সংসার। ওষুধ পথ্যের খরচ যোগাতে হিমশিম খেতে হয়। কিন্তু বাংলার পর্বত কন্যা পিয়ালী বসাককে দমিয়ে রাখা যায়নি। অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন পিয়ালী বসাক,আজ সকাল ৮.২৫ মিনিটে পৃথিবীর দশম উচ্চতম(৮০৯১ মিটার)ও দূর্গম শৃঙ্গে আহরোণ করেন চন্দননগরের পাহাড় কন্যা পিয়ালী।
গত ৯ মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষে বেরিয়ে ছিলেন চন্দননগরের এভারেস্ট জয়ী পর্বত আরোহী পিয়ালী বসাক। সোমবার স্থানীয় সময় সকাল ৮:২৫ মিনিট নাগাদ পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা সামিট করেন পিয়ালী। পাহাড় চড়ার টানে একের পর এক আট হাজারী শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েন পিয়ালী।