অ্যাডভান্স নিউরো মনোচিকিৎসা ওপিডি কেন্দ্রে'র শুভ উদ্বোধন মানবাজার শহরে

নিজস্ব সংবাদদাতা, মানবাজার: মানবাজার শহরে ইয়েসমিন্ডি সংস্থার উদ্যোগে ও রাধাগোবিন্দ মেডিকেল হলের ব্যবস্থাপনায় মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য নিউরো মনো চিকিৎসা ওপিডি কেন্দ্রের শুভ উদ্বোধন হলো আজ । রবিবার দুপুর ১টার সময় শুভ উদ্বোধন করেন মানবাজার এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গোপাল চন্দ্র লায়েক।

পাশাপাশি এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মূলত মানবাজার থেকে দিল্লি, কলকাতা, রাঁচির অভিজ্ঞ  ডাক্তারদের দেখাতে পারবেন খুবই কম খরচে।এখানের বিশেষত্ব হলো অনলাইন ভিডিও-র মাধ্যমে পরামর্শ দান, কাউন্সিলিং, ডিজিটাল রেকর্ড, মানসিক পরীক্ষা ও সঙ্গে থাকছে ওষুধের উপর বিশেষ ছাড় । এদিন উপস্থিত ছিলেন ডঃ সরস প্রসাদ, সুদীপ কুমার সিনহা, সুপ্রিয় মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.