IIT JAM পরীক্ষায় সাফল্য পুরুলিয়ার আরেক কন্যার।
0
3/26/2023 09:53:00 AM
IIT JAM সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য আরেক কৃতী ছাত্রীর। পুরুলিয়ার চাঁদমারি ডাঙার বাসিন্দা দিশা মুখার্জি সর্বভারতীয় IIT JAM পরীক্ষায় ১৯৪ স্থান অধিকার করেছে।দিশার এই সাফল্যে গর্বিত তাঁর বাবা মা।বাবা বংশীধর মুখার্জি মানবাজার থানার পুলিশ আধিকারিক,তিনি জানান ছোট থেকেই মেধাবী তাঁর মেয়ে,মেয়ের এই সাফল্যে খুশি তিনি।
Tags