ভুল ট্রেনে উঠে পড়ায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল ৩ জন যুবতী। ঘটনাটি ঘটে রবিবার পুরুলিয়ার রেল স্টেশনে। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্র মারফত জানা যায় , পুরুলিয়া ৪ নম্বর প্ল্যাটফর্মে হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। সেই সময় তিনজন যুবতী ওই ট্রেনে উঠে পড়েন। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়ার পর তাঁরা বুঝতে পারেন ভুল ট্রেনে উঠে পড়েছেন। চলন্ত ট্রেন থেকে ৪ নম্বর প্ল্যাটফর্মে ঝাঁপ দেন ওই তিনজন যুবতী। তাঁদের মধ্যে দু'জন গুরুতর আহত হন। তাঁদেরকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান রেল পুলিশকর্মীরা।
তাঁদেরকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। রেল পুলিশ সূত্রে জানা যায়, আহত যুবতীদের নাম প্রীতি বারুই , বয়স আনুমানিক ১৮ বছর হাওড়া জেলার বাসিন্দা। অপর জন সুমিত্রা মাহাতো পুরুলিয়ার বাগমুন্ডির বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু জায়গায় আঘাত লাগলেও বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।রেল পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।
সৌজন্যে: নিউজ 18 বাংলা