তৃণমূল যুব কংগ্রেসের ব্লক কমিটির সাধারণ সম্পাদকের প্রচেষ্টায় বাড়ি ফিরল তিন জন পরীক্ষার্থী।

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- মঙ্গলবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষা।
বন বিভাগের পক্ষ থেকে জঙ্গল লাগুয়া গ্রাম গুলোতে বন্য হাতি থেকে কোন প্রকার অসুবিধা না হয় সেদিকে বিশেষ লক্ষ্য করে আসা যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে।

আজকে প্রথম দিনে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হয় একাদশ শ্রেণীর পরীক্ষা।

পুরুলিয়ার বাঘমুন্ডি গার্লস হাই স্কুলে পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি যাওয়ার কোন ব্যাবস্থা না থাকায়।ওই স্কুলের তিন জন ছাত্রী সমস্যায় পরে।

সূত্র মারফৎ খবর ওই তিন জন ছাত্রীর বাড়ি বাঘমুন্ডি থানার মাঠা অঞ্চলের জঙ্গল লাগুয়া পড়া গ্রামে।

বাঘমুন্ডি ব্লক তৃণমুল যুব কংগ্রেসের ব্লক কমিটির সাধারণ সম্পাদক বাবলু সিংহ জানান,ওই তিন জন একাদশ শ্রেণীর ছাত্রীদেরকে সন্ধ্যায় দেখতে পায় অযোধ্যা মোড়ে।তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান।আমাদের বাড়ি ফেরার কোন সাধন নেই।আমরা চার জন ছিলাম।একজন বাড়ি চলে যায়।কিন্তু আমরা তিনজনের কোন সাধন না থাকায় আমরা দাড়িয়ে আছি।সঙ্গে সঙ্গে আমি তাদের বাড়ি পৌঁছানোর ব্যাবস্থা করি।এছাড়া তিনি সংবাদ মাধ্যমে প্রশাসনের কাছে আহ্বান জানান যে এই মত যেন কোন পরীক্ষার্থী সমস্যায় না পরে তার ব্যবস্থা করার আহ্বান  জানান।

ওপর দিকে ওই গার্লস হাই স্কুলের তিন জন একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বাসন্তী মাহাতো,সোমবারি মাঝি,মনিকা সিং সর্দার জানান,আমাদের পরীক্ষা শেষ হয় বিকাল পাঁচটার সময়।আমরা বন বিভাগের গাড়িতে পরীক্ষা দিতে আশি আসার সময়।কিন্তু বাড়ি ফেরার সময় কোন গাড়ি না পাওয়ায় সমস্যায় পড়ি।আমরা অযোধ্যা মোড়ে দাঁড়িয়ে থাকি সেই সময় আমাদেরকে ব্লক তৃণমুল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবলু দা আমাদের মোটর সাইকেল করে বাড়ি পৌছে দেয়।আজকেই আমাদের এলাকায় বন্য হাতির হানায় মৃত্যু হয় একজনের।তাই ভয়ে রয়েছি।এছাড়া তারা সংবাদ মাধ্যমে প্রশাসনের কাছে করজোড়ে আহ্বান জানান যে আগামী পরীক্ষা গুলো দেওয়ার সময় আমাদের যাতে কোন প্রকার অসুবিধা না হয়।তার ব্যবস্থা করার জন্য আহ্বান জানিয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.