নিজস্ব সংবাদদাতা, মানবাজার: বিদ্যালয় চওরে নিরাপত্তার স্বার্থে মানবাজার রাধামাধব বিদ্যায়তনে উদ্বোধন করা হলো ক্লোজ সার্কিট ক্যামেরার।আজ মানবাজার-১ নং ব্লকের রাধামাধব বিদ্যায়তনে বিকেল ৩ টার সময় এই ক্লোজ সার্কিট ক্যামেরার উদ্বোধন করেন মানবাজার-১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা।এছাড়াও ক্লোজ সার্কিট ক্যামেরা সম্পর্কে ছাএছাএীদের সচেতন করা হয়।উপস্থিত ছিলেন মানবাজার থানার পুলিশ আধিকারিক সম্বল সিং,মানবাজার মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সমীর দও,মানবাজার রাধামাধব বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা।
নিরাপত্তার স্বার্থে মানবাজার রাধামাধব বিদ্যায়তনে সিসি ক্যামেরা উদ্বোধন
0
2/20/2023 09:29:00 PM
Tags