জল নিকাশীর বেহাল অবস্থা, সংস্কারের আর্জি গ্রামবাসীদের

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- পানীয় জলের নলকূপ রয়েছে একটি এছাড়া বাড়ির জল ও ড্রেনে পড়ছে,কিন্তু জল নিকাশী না থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।এমনকি ওই পাড়ায় ছোট থেকে বড় সকলেই অসুস্থ হচ্ছে প্রায়ই দিনেই।

এমনি চিত্র দেখা গেল সোমবার,পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সেরেংডি  অঞ্চলের সেরেংডি গ্রামের বারুডিতে।

একাংশ গ্রামবাসী তথা শিবেস্বর গরাই ও রাজেন্দ্র প্রসাদ গরাই এর  দাবি,
গ্রাম পঞ্চায়েত সদস্য,প্রধান থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিকে জানিও কোন সুরাহা হয়নি।এই সমস্যা দীর্ঘ এক বৎসর  ধরে চলে আসছে।ঠিকাদারের ভুলের জন্য। যার ফলে আমাদের গ্রামের বাড়ির ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে।এমনি ভাবেই দুর্গন্ধে কাটতে হচ্ছে আমাদেরকে।
সংবাদ মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি শীঘ্রই মেরামত ও পুনর্নির্মাণ করার আর্জি জানান।

ওপর দিকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বেণীমাধব পরামানিক জানান, বিষয়টি আমার জানা নেই।কিভাবে ওই ড্রেন নির্মাণ ও পরিষ্কার করা যায় সে বিষয়টি আমি দেখছি।

পাশপাশি তিনি আরও জানান,পুনরায় ওই জল নিকাশী ড্রেনের পুননির্মাণ ও সাফাই করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করা হবে বলে আশ্বাস দেন।

এখন প্রশ্ন একটাই ? কবে মুক্তি পাবে ওই বারুডির বাসিন্দারা এই দুর্গন্ধ থেকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.