নিউ লাইফ লাইন ক্লিনিক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা শিবির সুইসায়

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত রাইডি গ্রামে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির।

রবিবার, সকাল এগারোটা থেকে শুরু হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির।ওই গ্রামের রাইডি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

এদিন এই শিবিরে  তুন্তুরী সুইসা অঞ্চলের প্রত্যন্ত গ্রামের দুঃস্থ অসহায় পরিবারের প্রায় ১১০ জন।আট থেকে আশি সকলেই এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নিজেদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসেন পরীক্ষা শিবিরে।

নিউ লাইফ লাইন ক্লিনিকের সাধারণ ফিজিশিয়ান ডা: সি.খান জানান,মাসে মাসে বাঘমুন্ডি ব্লকের প্রত্যেক অঞ্চলের গরিব মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।যাতে তারা বিনা মূল্য নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারে।এবং তাদের শরীরে বিশেষ কোন সমস্যা থাকলে বাঘমুন্ডিতে নিজের ক্লিনিকে সমস্ত রকম ব্যাবস্থা রয়েছে চিকিৎসা করার জন্য।
যেমন-  ই.সি.জি, অক্সিজেন, নেবুলিশের অক্সিজেন,অ্যাম্বুলেন্স সহ আরও অনেক সুবিধা।

পাশাপাশি তিনি আরও বলেন,সুগার,থাইরয়েড, হার্ট, কিডনী, মাথা ব্যাথা,বুকে ব্যাথা ছাড়াও যেকোন ধরনের অপারেশন করা হয়।
তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান।

অন্যদিকে,স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আসা বেনু কুইরী জানান,এই ধরনের বিনা মূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবির হওয়ায় এই এলাকার সাধারণ মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে। কারণ,এই সব পাড়া গ্রাম থেকে শহরে যেতে অনেক সমস্যার পাশাপাশি আর্থিক সমস্যা দেখা দেয় বলে অসংখ্য সাধুবাদ জানিয়েছেন।এই শিবিরে আসা সকলকে।


এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্তিত ছিলেন ওই গ্রামের বিশিষ্ট সমাজসেবী দীপু পরামানিক, সুমন্ত পরামানিক, কিরণ পরামানিক সহ এলাকার বিশিষ্ট জনেরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.