মানবাজার সরস্বতী শিক্ষা সদনের প্রতিমা নিরঞ্জন ও প্রীতিভোজ

নিজস্ব সংবাদদাতা,মানবাজার: মানবাজার সরস্বতী শিক্ষা সদনের প্রতিমা নিরঞ্জন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হল। সরস্বতী পুজো উপলক্ষে গত রবিবার মানবাজার সরস্বতী শিক্ষা সদনের প্রাঙ্গনে চলে জমিয়ে খাওয়া দাওয়া। এদিন মেনুতে ছিল খিচুড়ি, সবজি, চাটনি, পাঁপড় । ছাত্র, ছাত্রী,অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে প্রায় ৭০০ জন উপস্থিত ছিলেন। 

গত মঙ্গলবার সুষ্ঠুভাবেই সরস্বতী প্রতিমার নিরঞ্জন হয়। এদিন প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে স্কুলের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা অটুট করা হয়েছিল। 

বিদ্যালয়ের সভাপতি সত্যেন চ্যাটার্জী জানান, এই ধরনের অনুষ্ঠানে তিনি যথেষ্টই উচ্ছসিত। ছাত্র, ছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা , প্রত্যেক কর্মীদের আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানান।

প্রধান শিক্ষক তরুণ ব্যানার্জি এ বিষয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের ধন্যবাদ জানান। আগামী দিনে এরকম সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ ভাবে আমরা আরো অনুষ্ঠান করব বলে জানান তিনি।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.