দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- ফিল্মি কায়দায় ডেমের মধ্য ঢুকে পড়লো পর্যটকদের চার চাকার গাড়ি।
ঘটনাটি,বুধবার দুপুর নাগাদ পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বুড়দা কালীমাটি অঞ্চলের কয়রাবেড়া ডেমের।
প্রত্যক্ষদর্শীরা জানাই, বাইরে থেকে পর্যটকরা বেড়াতে আসে কয়রাবেড়া ডেম।তারা তাদের চার চাকা গাড়ি ডেমের সামনে রেখে পাড়ের মধ্য থাকা চা দোকানে যায় চা পান করতে।হটাৎ করে হাওয়া চলতে শুরু করে।সেই সময় ওই চার চাকা গাড়িটা ডেমের দিকে চলতে থাকে।দেখেতে দেখতে গাড়িটা ডেমের গভীর জলের মধ্য ঢুকে পড়ে।
পাশপাশি তারা আরও জানান,গাড়ির ভিতরে কেউ না থাকায় কোন হতাহতের খবর নেই।
স্থানীয়দের প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পরে গাড়িটিকে ডেমের গভীর জলের ভিতর থেকে বের করা হয়।
ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয় পুরুলিয়ার বাঘমুন্ডিতে।