দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- পুরুলিয়ার বাঘমুন্ডির সেরেংডি অঞ্চলের শশ মোড় থেকে নিধিয়াটার বাঁধ রাস্তার শুভারম্ভ সোমবার।
জানা গিয়েছে,দীর্ঘ দিন ধরে এলাকাবাসীদের দাবি ছিল শশ মোড় থেকে নিধিয়াটার বাঁধ পর্যন্ত কংক্রিটের রাস্তা তৈরি।
একাংশ গ্রামবাসীরা জানান,রাজ্য সরকারের দুয়ারে সরকার তথা আমাদের এলাকার জেলা পরিষদের অচিরা চরিত ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া মহাশয়কে আমরা লিখিত আবেদন জানিয়ে ছিলাম।যা আমাদের আসা পূরণ হতে চলেছে। কারণ এই রাস্তা দিয়ে সেরেংডি অঞ্চল তথা সিঁদরী, বীরগ্রাম অঞ্চলের কৃষকরা সব্জি বিক্রি করতে দৈনন্দিন সুইসা নেতাজী সুভাষ মার্কেট বিক্রী করতে যায়।এছাড়া এই রাস্তার উপর শশ নেতাজী আদর্শ হাই স্কুল,প্রাইমারি স্কুল,বাঘমুন্ডি সার্কেল এক নম্বর এর এস.আই অফিস রয়েছে।এই রাস্তা সেরেংডি অঞ্চল ছাড়া ৩-৪ টি অঞ্চলের সাধারণ মানুষজনের মূল রাস্তা।এই রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার সকলেই আনন্দিত।
ওপর দিকে,জেলা পরিষদের অচিরা চরিত ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া জানান,ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের আসা ছিল কংক্রিটের রাস্তা তৈরি করা।যা জেলা পরিষদ দ্বারা মঞ্জুরি হয়।যা আজকে কাজের শুভারম্ভ করা হল আনুষ্ঠানিক ভাবে।
এদিন জেলা পরিষদের অচিরা চরিত ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে কাজের শুভারম্ভ করলেন।