এস.উ.সি.আই (কমিউনিস্ট)পার্টির ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান পঞ্চায়েতে

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- আবাস প্লাস যোজনার দুর্নীতি ছাড়াও কয়েক দফা দাবী নিয়ে পথ মিছিলের মধ্য দিয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান সেরেংডি গ্রাম পঞ্চায়েত অফিসে এস.উ.সি.আই (কমিউনিস্ট)পার্টির।

জানা গেছে,শুক্রবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত সেরেংডি অঞ্চলের কর্মীদের নিয়ে এস.উ.সি.আই (কমিউনিস্ট) বাঘমুন্ডি লোক্যাল কমিটির পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি দেন সেরেংডি গ্রাম পঞ্চায়েত অফিসে।অঞ্চলের কর্মী সমর্থকরা পঞ্চায়েত অফিসে জমায়েত হয়ে একাধিক দুর্নীতির কথা তুলে ধরে স্লোগানের মধ্য দিয়ে এছাড়াও,এলাকার একাধিক উন্নয়ন এর দাবি নিয়েও বক্তব্য রাখেন তারা।
তাদের দাবি গুলো হল:- 
১. দলীয় রঙ না দেখে আবাস প্লাস যোজনার বাড়ি প্রকৃত প্রাপকদের দিতে হবে।
২.১০০ দিনের কাজ মেশিন দিয়ে নয় জব কার্ড হোল্ডারদের দিয়ে করাতে হবে।
৩. হাপা খনন নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে।
৪. জাতি ধর্ম নির্বিশেষে ৬০ বৎসর ব্যক্তিদের পেনশন থেকে বঞ্চিত করা চলবে না।
৫. গ্রামে যে সমস্ত পাড়াতে পাকা রাস্তা হয়নি তা অবিলম্বে করতে হবে।
৬. শশ হাইস্কুলের রাস্তাটি পাকা করার ব্যবস্থা করতে হবে।
৭. সেভেন্টি হাট তলায় হাই মাস্ট লাইটের ব্যবস্থা করতে হবে।

এস.উ.সি.আই কমিউনিস্ট পার্টির বাগমুন্ডি লোকাল কমিটির অজিত প্রসাদ মাহাতো জানান, সেরেংডি অঞ্চলের একাধিক আবাস প্লাস যোজনার দুর্নীতির কথা আলোচনার পাশপাশি একি পরিবারে তিন চারটা আবাস প্লাস যোজনার নাম থাকলে বাতিল করতে হবে।এছাড়া যোগ্য ব্যাক্তিদের আবাস প্লাস যোজনায় তালিকা ভুক্ত করতে হবে।এবং যে সমস্ত গ্রামের রাস্তা গুলোতে পাকা রাস্তা হয়নি তা করতে।বিশেষ করে শশ হাই স্কুলের রাস্তা পাকা করার ব্যবস্থা করতে হবে।সমস্ত দাবি দাওয়া শুনার পর গ্রাম পঞ্চায়েত প্রধান কলাবতী কুমার এর পক্ষ থেকে স্বামী ছবিলাল কুমার আমাদের আশ্বাস দিয়েছেন সমস্ত দিক থেকে ক্ষতিয়ে দেখছি।এছাড়া অতি শীঘ্রই সেরেংডি হাট তলায় হাই মাস্ট লাইট বসানোর আশ্বাস দেন।

উপস্তিত ছিলেন বাঘমুন্ডি লোক্যাল কমিটির পক্ষ থেকে অজিত প্রসাদ মাহাতো, মেডিকেল ফন্টের দায়িত্বে থাকা অশোক চন্দ্র মাঝি, কৃষক খেত মজুরি সংগঠনের পক্ষ থেকে টুভা গরাই, ছাত্র সংগঠনের পক্ষ থেকে হারাধন কুইরী সহ অঞ্চলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.