পানীয় জলের সোলার পাম্প থাকা সত্বেও জল সরবরাহ বন্ধ

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সিঁদরী অঞ্চলের সিঁদরী গ্রামের পঞ্চায়েত পাড়ার ঘটনা।

সোলার পাম্প লাগানো আছে কিন্তু দীর্ঘ ছয় থেকে আট মাস থেকে পড়ে রয়েছে।পানীয় জল সরবরাহ প্রথম থেকেই পুরোপুরি বনধ।

এমনি চিত্র দেখা গেল আমাদের ক্যামেরায়।

জানা গেছে শুক্রবার, সিঁদরী গ্রামের পঞ্চায়েত পাড়ার একাংশ গ্রামবাসীরা জানান,প্রায় ছয় থেকে আট মাস আগে  পানীয় জলের সোলার পাম্প বসানো হয়।এছাড়া ওই পাম্প থেকে পাড়ায় তিনটি কল বসানো হয়েছে।কিন্তু প্রথম থেকেই পানীয় জল সরবরাহ পুরোপুরি বনধ।গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্যকেও জানিয়েও কোন সুরাহা হয়নি।এখন বর্তমানে এক থেকে দুই কিলোমিটার পথ অতিক্রম করে পানীয় জল নিয়ে আসতে হয় পুরুষ ও মহিলা সকলেই।
তারা আরও জানান,ঠিকাদার স:স্থা খুবই নিম্ন মানের কাজ করেছে। কারণ প্রথম থেকেই জল সরবরাহ পুরোপুরি বনধ আছে।
সোলার পাম্পের সামনে আইসিডিএস স্কুল রয়েছে যা মিড ডে মিলের রান্নার জন্য প্রায় এক থেকে দুই কিলোমিটার পথ অতিক্রম জল নিয়ে আসতে হয় রাধুনীকে।

ওপর দিকে গ্রাম পঞ্চায়েত সদস্য আফরোজ আনসারী জানান, ঠিকাদার কে বারবার বলা সত্বেও কোন সুরাহা হয়নি।এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ঠিকাদার কে ফোন জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান,আমাকে কাজ করতে দেয় না।

কবে মিটবে পানীয় জলের সমস্যা সেই অপেক্ষায় দিন গুনছে পঞ্চায়েত পাড়ার বাসিন্দারা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.