দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডিঃ- পুরুলিয়ার বাঘমুন্ডির তুন্তুরী সুইসা অঞ্চলের তুন্তুরী গ্রামের নীচ পাড়ার কংক্রিট রাস্তার শুভারম্ভ হল সোমবার।
জানা যায়, দীর্ঘ দিন ধরে তুন্তুরী গ্রামবাসীদের দাবি ছিল গ্রামের নীচ পাড়ার কংক্রিট রাস্তা তৈরি করা।
একাংশ গ্রামবাসীরা জানান, রাজ্য সরকারের পাড়ায় সমাধানে আমরা লিখিত আবেদন জানিয়ে ছিলাম।যা আমাদের আসা পূরণ হতে চলেছে। কারণ এই নীচ পাড়ার রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় ছিল। তৈরি হওয়ার পর বহু মানুষ জনের সুবিধা হবে বলে জানান।
ওপর দিকে, বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো জানান, গ্রাম বাসীদের দীর্ঘ দিনের আসা ছিল নীচ পাড়ার কংক্রিট এর রাস্তা তৈরি করার।যা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দ্বারা মঞ্জুরি হয়।যা আজকে কাজের শুভারম্ভ করা হল আনুষ্ঠানিক ভাবে।
এছাড়া তিনি আরও জানান,ওই গ্রামে স্বজল ধারা দ্বারা পানীয় জল বাড়িতে বাড়িতে দেওয়া হয়।কিন্তু গ্রামের নীচ পাড়ায় সজল ধারা দ্বারা পানীয় জল পৌঁছায় নাই।তাই অতি শীঘ্রই সজল ধারার মাধ্যমে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।
এছাড়া তুন্তুরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অতি শীঘ্রই চিকিৎসক পাঠানোর আশ্বাস দেন। কারণ গত কয়েক দিন আগে রুগী কল্যাণ সমিতির মিটিং এর মাধ্যমে আলোচনা করা হয়েছে।
এদিন আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে,নারকেল ফাটিয়ে কাজের শুভারম্ভ করলেন বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো।
কর্মসূচিতে উপস্তিত ছিলেন রাজ্য মহিলা সম্পাদিকা নমিতা সিং মুড়া,ব্লক সভাপতি নিকুঞ্জ মাঝি,প্রাক্তন অঞ্চল সভাপতি মিহির কুমার কুইরী,বর্তমান অঞ্চল সভাপতি মিহির কুইরী,ব্লক যুব সভাপতি মানস মেহেতা,পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত,এলাকার বিশিষ্ট সমাজসেবী নীতিশ পরামানিক, সুজয় কুইরী, রাধুকান্ত মাহাতো সহ গ্রামের সকলেই ছাড়া এলাকার বিশিষ্ট জনেরা।