জলের দাবীতে পথ অবরোধ মানবাজারে
0
11/16/2022 09:55:00 AM
জলের দাবীতে পথ অবরোধ মানবাজারে।মানবাজার-১ নং ব্লকের ঝাড়বাগ্দা মাঝিপাড়ার গ্রামের বাসিন্দারা জলের দাবীতে সকাল ৭.৩০ টা থেকে মানবাজার বরাবাজার রোডের উপর কলেজ মোড়ে পথ অবরোধ করে রাখে।স্থানীয় বাসিন্দাদের দাবি বেশ কয়েকদিন ধরেই জল আসছে না তাদের গ্রামে তাই তাঁরা অবরোধে সামিল হয়েছেন।পরবর্তীকালে অবরোধের খবর পেয়ে পৌঁছায় মানবাজার থানার পুলিশ এবং স্থানীয়দের সাথে কথা বলেন এবং পানীয় জলের ব্যাপারে আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন মাঝিপাড়া গ্রামের বাসিন্দারা।স্থানীয় বিডিও মোনাজ কুমার পাহাড়ি জানান,আপাতত পানীয়জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে,এবং শিগ্রই এই সমস্যার সমাধান করা হবে।
Tags