শিক্ষা দপ্তরের রাষ্ট্র মন্ত্রী সত্যজিৎ বর্মনকে SVSKP প্রকল্প সহায়কদের সম্বর্ধনা ও স্মারক পত্র

বিশ্বনাথ সিংহ,উত্তর দিনাজপুর:পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ স্বনির্ভর কর্পোরেশনের স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পে কর্মরত প্রকল্প সহায়ক সংগঠন পশ্চিমবঙ্গ SVSKP প্রকল্প সহায়ক ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য শিক্ষা দপ্তরের রাষ্ট্র মন্ত্রী মাননীয় সত্যজিৎ বর্মনকে এদিন সম্বর্ধনা দেওয়া হয়। এদিন রায়গঞ্জের রুনিয়ায় অবস্থিত মন্ত্রীর কার্য্যালয়ে সংগঠনের নেতৃত্বরা এই সম্বর্ধনা জ্ঞাপন করেন। পাশাপাশি দীর্ঘ তিন বছর যাবৎ স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পটি বন্ধ থাকায় পুনরায় তা চালু ও প্রকল্পে কর্মরত প্রকল্প সহায়কদের স্থায়ীকরণের অনুরোধ করা হয়। প্রসঙ্গত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর কর্মসংস্থানের জন্য ৩০শতাংশ অনুদানে ব্যাঙ্ক ঋণ দেওয়া হতো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি গৌতম দাস, রাজ্য নেতা আমিনুর ইসলাম, বিদ্যুৎ চক্রবর্তী, নিখিল সরকার, জেলা নেতৃত্ব বিপ্লব রায়, শীতল বিশ্বাস ও অন্যান্যরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.