পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার।বুধবার ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্ভুক্ত মানবাজার বাস স্ট্যান্ডের কাছে। পরিবারের লোকজন সূত্রে জানা যায় একটি বেসরকারি বাসের সঙ্গে বাইকের ধাক্কায় চাকায় পিষ্ট হয় মহিলা।পরিবারের লোকজন সূত্রে জানা যায় ওই মহিলার নাম সুলেখা মাঝি (৪৫)বাড়ি ভালুবাসার কুমোরডি গ্রামে,বাইকে করে তিনি মেয়ে ও জামাই এর সাথে যাচ্ছিলেন। এদিন মৃত মহিলার দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।পরবর্তীকালে খবর পেয়ে পৌঁছায় মানবাজার থানার পুলিশ ও ওসি,এবং দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্হানীয়রা।খবর পয়ে আসেন মানবাজার এসডিপিও বরুন বৈদ্য এবং বিশাল পুলিশ বাহিনী এবং এসডিপিও তত্বাবধানে ওই মৃত মহিলার দেহ তোলা হয়।তবে দীর্ঘদিন ধরে একটি রাস্তা কেন বেহাল অবস্থায় পড়ে রয়েছে,কেনই বা মেরামত করা হচ্ছে না বাসস্ট্যান্ড লাগোয়া এই রাস্তাটির তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলার, বিক্ষোভ স্থানীয়দের
0
10/12/2022 03:27:00 PM
Tags