পুলিশের প্রচেষ্টায় বাড়ি ফিরলো এক কিশোরী।

পুলিশের প্রচেষ্টায় বাড়ি ফিরলো এক কিশোরী।পুলিশ সূএে জানা যায় গতকাল রাএিতে বাসুডি গ্রামের কাছে ওই বছর ১৯ এর ওই কিশোরীকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ জিজ্ঞসাবাদ করে এবং সন্তোষজনক উওর না মেলায় ওই মহিলাকে মানবাজার থানায় নিয়ে আসে কর্তব্যরত পুলিশ কর্মীরা।পরবর্তীকালে জানা যায় ওই কিশোরীর বাড়ি মানবাজার থানার অক্ষয়পুর গ্রামে,সোমবার সকালে পরিবার লোকজনের হাতে ওই কিশোরীকে তুলে দেওয়া হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.