"সৃষ্টি বৈচিত্র" সংস্থার পক্ষ থেকে আদি শিল্প কে পুনর্জীবিত করতে বাগমুন্ডিতে দেওয়াল অঙ্কন

বাঘমুন্ডি :- আদিবাসীদের বাড়ির দেওয়াল অঙ্কন করতে এগিয়ে এলো সৃষ্টি বৈচিত্র সংস্থা।
পুরুলিয়ার বাঘমুন্ডিতে দু 'দিনের অঙ্কনের ওয়ার্কশপ আয়োজন করেন সৃষ্টি বৈচিত্র সংস্থা। 
শনিবার ও রবিবার এই দু ' দিন চলে তাঁদের এই অঙ্কনের ওয়ার্কশপ।

তারা জানা যায়, পুরুলিয়ার সৃষ্টি ওয়ার্কশপের শিক্ষার্থী ছাড়াও কলকাতা, আসানসোল, চিওরঞ্জন সহ অন্যান্য জায়গা থেকে অতিথি শিল্পীরা বাঘমুন্ডিতে দু'দিনের এই ওয়ার্কশপে যোগ দেন।পাশাপাশি,আরও জানা গিয়েছে এই দু'দিনে বাঘমুন্ডির গোঁসাইডি গ্রামে যে সকল মাটির বাড়ি ছিলো তাঁদের অনুমতি নিয়ে দেওয়ালে অঙ্কন করলেন বিভিন্ন চিত্র।উৎসাহিত হয়েছেন সেই গ্রামবাসিরা।

ঐ সংস্থার পক্ষ থেকে জানা গেছে,আদি শিল্প কে পুনর্জীবিত করার লক্ষ বিভিন্ন জায়গায় এই অঙ্কন করা হয়।আমাদের এই সংস্থার পক্ষ থেকে কোন সরকারী সাহায্য ছাড়াই আমরা শিল্পী ছেলে মেয়েদের অভিভাবকের সাহায্য নিয়ে এ অঙ্কন  করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.