নিজস্ব সংবাদদাতা, মানবাজার: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল অল ইন্ডিয়া ইয়ুথ কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ।
পুরুলিয়া জেলার মানবাজার মহকুমা শহরে সর্বভারতীয় যুব কাউন্সিলের উদ্যোগেই হল এই স্বাস্থ্য পরীক্ষা শিবির (Health Check up Camp) ।
সর্বভারতীয় যুব কাউন্সিলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ক্যাম্পাসে মূলত এদিন করা হয় অলবডি চেকআপ, ব্লাড প্রেসার চেকআপ, বি.এম.আই ও আর.এম.আর এনালেসিস এবং হাইট, ওয়েট মেসারমেন্ট ইত্যাদি ।
এ নিয়ে চেয়ারম্যান শ্রী অমরেশ দত্ত জানান, আমাদের ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের সহায়তায় আজকের এই স্বাস্থ্য শিবির সম্পূর্ণভাবে সফল হয়েছে। পাশাপাশি তিনি আরো জানান, আগামী দিনে সাধারন মানুষের সহযোগিতা পেলে এই ধরনের শিবির আরো বেশি করে করা হবে। এ দিন উপস্থিত ছিলেন বাদল কর্মকার, শ্রেয়া দে, অরিন্দম রজক, শেখ আরিফ, রাহুল সিংহ মোদক, সৌমিক মুখি সহ অন্যান্যরা।