অমরেশ দত্ত, পুরুলিয়া:স্মার্ট, ইন্সট্যান্স এন্ড একটিভ পুলিশিং এর বার্তা নিয়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে পুরুলিয়া জেলা পুলিশ সূচনা করে SAHAY অ্যাপ। গত একবছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এটি কাজ করে চলেছে। মূলত আরোও প্রচার ও প্রসারের উদ্দেশ্যে জেলা পুলিশ সূচনা করেছে SAHAY CUP ফুটবল টুর্নামেন্ট। সারা জেলা জুড়ে ২০০টি টিম অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। বিপুল উৎসাহ ও উদ্দীপনা সহকারে প্রাথমিকপর্বের খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে জেলার বিভিন্ন থানা এলাকার মাঠগুলিতে। এরকমই ম্যাচে টামনা ও হুড়া থানা এলাকায় উপস্থিত থেকেছেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকগণ। উপস্থিত দর্শকদের SAHAY অ্যাপের উপযোগিতা নিয়ে বিশদ ব্যাখ্যা দেওয়া হয়। SAHAY অ্যাপ ব্যবহার করে অন্য কোনো সহনাগরিক কিংবা সমাজের উপকার সাধন করেছেন এমন বেশ কয়েকজন নাগরিককে পুরষ্কার প্রদান করা হয়। দিনের শেষে বিজয়ী ও বিজিত দল ট্রফি নিয়ে ফিরে গেছে পরের পর্বের প্রস্তুতি নিতে। সারা জেলা জুড়ে এই SAHAY CUP প্রতিযোগিতার ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে। মুল লক্ষ্য SAHAY অ্যাপের কার্যকারিতার বার্তা প্রত্যেকের কাছে পৌঁছানো।