বাঘমুন্ডি:- গত ১০ই অক্টোবর সাত সকালেই পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের আপার ও লোয়ার ড্যাম এর খাদ থেকে একটি বুলেরো গাড়ি উদ্ধার করে বাঘমুন্ডি থানার পুলিশ। গাড়ির মধ্য এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় সেই সময়,তিনদিন পর আরো একটি মৃতদেহ উদ্ধার হয় ঘটনাস্থলের খানিকটা দুর থেকে। যদিও সেই সময় পুলিশের অনুমান দুর্ঘটনা হয়ে থাকতে পারে।
তবে ঘটনার তদন্তে নেমে দেখা যায় এটা নিছক দুর্ঘটনা নয়।একটি খুনের মামলা শুরু করে তদন্তে নামে বাঘমুন্ডি থানার পুলিশ। ঘটনার তদন্তে ঝাড়খন্ডের আদিত্যপুরের মুশলিম বসতি থেকে দুই যুবককে গ্রেফতার করে বাঘমুন্ডি থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সেলিম, ও মহম্মদ সফিক।বুধবার তাদের ঝাড়খণ্ডের আদিত্যপুর থেকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা আদালতে আনা হয়। আদালতে তোলার পর ১৪ দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নেয়।