অমরেশ দত্ত, পুরুলিয়া:পুরুলিয়া জেলা মানবাজার ১ নং ব্লকের জিতুজুড়িতে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। রবিবার উপস্থিত ছিলেন তৃণমূলে'র এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। এদিন জিতুজুড়ি'র দেবাশীষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মাননীয়া সন্ধ্যা রানী টুডু, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী সহ এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব।
তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল জিতুজুড়ি দেবাশীষ উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে
0
11/05/2023 07:45:00 PM
Tags